হোটেলে নাস্তা করার সময় যুবককে কুপিয়ে মারল প্রতিপক্ষ

আজ শনিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার ভাটকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। 

হোটেলে নাস্তা করার সময় যুবককে কুপিয়ে মারল প্রতিপক্ষ

প্রথম নিউজ, বগুড়া: বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে ওয়াজেদ হোসেন ঝন্টু (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মেরে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। আজ শনিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার ভাটকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ওয়াজেদ ভাটকান্দি পূর্বপাড়া এলাকার আফজাল হোসেন প্রামাণিকের ছেলে। ওয়াজেদ পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন।  এ ঘটনায় আয়নাল (৩০) নামে একজনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে জনতা। আটক আয়নাল ওই এলাকার আদর আলীর ছেলে।

জানা গেছে, সকালে ভাটকান্দির একটি সরকারি জলাশয়ে মাছ ধরতে যান ওয়াজেদ। সেখান থেকে ফিরে তিনি সকাল ৯টার দিকে স্থানীয় একটি হোটেলে সকালের নাস্তা করতে বসেন। সেখানেই প্রতিপক্ষরা তাকে ধারালো অস্ত্র দিয়ে  এলোপাতাড়ি আঘাত করেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আয়নাল নামে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে। পুলিশ হেফাজতে সে চিকিৎসাধীন রয়েছে। শিগগিরই এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেপ্তার করা হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom