সায়েন্সল্যাবে বিস্ফোরণ : ঢাবির সেই শিক্ষার্থীর মৃত্যু
আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নূর নবী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর নিউ মার্কেট থানার সায়েন্সল্যাব এলাকায় তিনতলা ভবনে বিস্ফোরণে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নূর নবী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই নিয়ে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ জনে।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূর নবী আইসিইউতে মারা গেছেন। দুপুর আড়াইটার দিকে মারা যান তিনি।
উল্লেখ্য, গত ৫ মার্চ সকালে বিস্ফোরণের সময় ভবনের নিচে থাকায় মাথায় ভারী বস্তু পড়ে নূর নবী গুরুতর আহত হন। এতে তার মাথা ফেটে যায় এবং ডান পা ভেঙে যায়। নূর নবী ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: