সংসদে বিরোধী দল তাদের দায়িত্ব পালন করছে না: শামসুল হুদা

সিভিল সোসাইটি বা সাধারণ মানুষও বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করতে পারে। এটা আরও বেশি কার্যকর হয়।

সংসদে বিরোধী দল তাদের দায়িত্ব পালন করছে না: শামসুল হুদা
সংসদে বিরোধী দল তাদের দায়িত্ব পালন করছে না: শামসুল হুদা

প্রথম নিউজ, ঢাকা: সংসদে বিরোধী দলগুলোকে যথাযথ দায়িত্ব পালন করতে দেখা যায় না বলে জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা। শনিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সুশাসনের জন্য নাগরিকের (সুজন) অষ্টম জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ টি এম শামসুল হুদা বলেন, সংসদে বিরোধী দলগুলোকে সরকারের পক্ষে অবস্থান নিতে দেখা যায়। পৃথিবীর কোথাও এটা দেখা যায় না। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যুগ যুগ পরীক্ষার পর যেই সিস্টেম চালু হয়েছে, সেটা আমাদের দেশে ব্যত্যয় দেখতে পাচ্ছি । যেহেতু সরকারি দলের মেজুরিটি বেশি, সেজন্য আমরা এটা দেখতে পাচ্ছি। এজন্য সিভিল সোসাইটিকে ভূমিকা রাখতে হবে। কেননা  প্রতিবাদ শুধুমাত্র রাজনৈতিক দলগুলোই করবে তা নয়। সিভিল সোসাইটি বা সাধারণ মানুষও বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করতে পারে। এটা আরও বেশি কার্যকর হয়। তিনি বলেন, আমাদের পাশের দেশের বিজেপির এক নেত্রী হজরত মুহাম্মদ (সাঃ) এর বিরুদ্ধে কটূক্তি করেছে বলে শুনেছি। যদিও কি বলেছে শুনি নাই।

এতে পুরো বিশ্বে একদম আগুন লেগে গেছে। ২৬টি মুসলিম দেশ তাদের রাষ্ট্রদূতকে তলব করেছে এবং ব্যবস্থা গ্রহণ করেছে। এখানে সাধারণ মানুষের আন্দোলন ভূমিকা রেখেছে। এখন বিশ্ব এক হয়ে গেছে। কিছু ঘটলে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এটা সাধারণ মানুষের জন্য একটা বিরাট রক্ষাকবচ। কেউ অপরাধ করলে পার পাবে না। তিনি আরও বলেন, অর্থনৈতিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক অবস্থার উপর যে র‌্যাঙ্কিং করা হয় সেখানে আমরা দিনে দিনে পিছিয়ে পড়ছি। দেশে যদি সুশাসনের অবক্ষয় হতে থাকে তাহলে গণতন্ত্র কোথা থেকে আসবে। তিনি বলেন, ডিজিটাল যুগে দেশে ছোট খাটো দুর্নীতি কমেছে কিন্তু বড় বড় দুর্নীতির সংখ্যা বেড়েছে। এজন্য সুজনের মতো প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।
 

 Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom