সিলেটে রেকর্ড বৃষ্টিপাত, নিম্নাঞ্চল প্লাবিত
প্রথম নিউজ, সিলেট : সিলেটে গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সবচেয়ে ভারি বৃষ্টিপাত হয়েছে। রোববার (২ জুলাই) ভোর ৬টা থেকে সোমবার (৩ জুলাই) ভোর ৬টা পর্যন্ত এ মৌসুমে সিলেটে দেশের সর্বোচ্চ ৩০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটিকে চলতি মৌসুমের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত বলছে আবহাওয়া অধিদপ্তর।
দুপুরে গণমাধ্যমে পাঠানো আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের সিলেটের ইনচার্জ শাহ মো. সজিব হোসাইন জাগো নিউজকে বলেন, সিলেটে গত ২৪ ঘণ্টায় এটিই চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আগামী ৪৮ ঘণ্টা এবং পরবর্তী ৪-৫ দিন সিলেটে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে, টানা বৃষ্টিপাতের কারণে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ওইসব এলাকার মানুষজন ভোগান্তিতে পড়েছেন। বাড়ছে নদ-নদীর পানি। তবে এ জেলার নদ-নদীর পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি।
সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র বলছে, সিলেটে কয়েকদিন ধরে দিনের বেলা বৃষ্টিপাত হচ্ছে। ফলে সকালের দিকে নদ-নদীর পানি কম থাকছে, সন্ধ্যার দিকে বেড়ে যাচ্ছে। অন্যদিকে ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত হচ্ছে। এতে সিলেটের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বড় বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে সূত্রটি।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান জানান, জুলাই মাসে মৌসুমি ভারি বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের কিছু জায়গায় স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।