ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ
যাত্রীদের অভিযোগ, যানবাহনে তাদের কাছ থেকে দ্বিগুণ থেকে তিনগুণেরও বেশি ভাড়া আদায় করা হচ্ছে। কর্মস্থলে ফেরার চাপ থাকায় অতিরিক্ত ভাড়ায় গন্তব্যে ফিরছেন তারা।
প্রথম নিউজ, টাঙ্গাইল: ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে যাত্রী ও যানবাহনের চাপ। সড়কের টাঙ্গাইল বাইপাস, রাবনা বাইপাস, রসুলপুর, পৌলি, এলেঙ্গা, হাতিয়া ও সল্লাসহ বিভিন্ন জায়গায় যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখা গেছে। বাসসহ সিএনজি, খোলা ট্রাক, মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসে কর্মস্থলে ফিরছে মানুষ।
যাত্রীদের অভিযোগ, যানবাহনে তাদের কাছ থেকে দ্বিগুণ থেকে তিনগুণেরও বেশি ভাড়া আদায় করা হচ্ছে। কর্মস্থলে ফেরার চাপ থাকায় অতিরিক্ত ভাড়ায় গন্তব্যে ফিরছেন তারা।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান জানান, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহন। সড়কের বিভিন্ন স্থানে যাত্রীদের চাপ দেখা গেছে। যাত্রীদের ভোগান্তি কমাতে মহাসড়কে পুলিশ কাজ করছে।