সিলেটকে ৯০ রানের টার্গেট দিলো চট্রগ্রাম
বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
প্রথম নিউজ, অনলােইন: বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এরমধ্যে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস হেরে ব্যাট করতে নেমে ধুঁকতে ধুঁকতে ৯০ রানের টার্গেট দিয়েছে চট্রগ্রাম। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
টস জিতে প্রথমে শুভাগতহোমের চট্টগ্রামকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান সিলেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শুরু থেকেই ধুঁকতে থাকে চট্টগ্রাম। টপঅর্ডার চার ব্যাটারের কেউ ন্যুনতম একশ স্ট্রাইকরেটেও রান করতে পারেননি। ইনিংসের তৃতীয় ওভারে ওপেনার মেহেদি মারুফ এক ছক্কায় ১১ করে রান আউট হন। এরপর শুরু হয় যাওয়া-আসার পালা। ডারউইস রাসুলি ফিরে যান ৩ রান করে। আল আমিন জুনিয়র তিনে নেমে ১৮ রান করেন। অধিনায়ক শুভাগত চারে নেমে করেন ১ রান।
দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন আফিফ হোসেন। ২৩ বলে তিনটি চারের শটে ওই রান করেন তিনি। ১৬তম ওভারে আউট হন। পাঁচে নামা আফিফের পরের কোন ব্যাটার ১০ রানের ঘরে ঢুকতে পারেননি। উন্মুক্ত চাঁদ ৫ রান, মৃত্যুঞ্জয় চৌধুরী ৩ রান করে আউট হন। সিলেটের হয়ে ঘরের ছেলে খ্যাত পেসার রেজাউর রহমান রাজা দুর্দান্ত বোলিং করেছেন। তিনি ৪ ওভারে ১৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে নিয়েছেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। বুড়ো মাশরাফি ৪ ওভারে ১৮ রানে নিয়েছেন ১ উইকেট। এছাড়া কলিন আকারম্যান এক উইকেট নিয়েছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews