সরিষাবাড়ীতে ডিজিএফআই সদস্য লাঞ্চিত
ঘটনায় সাথে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করেছে পুলিশ।
প্রথম নিউজ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে মেহেদী হাসান নামে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এক সদস্য লাঞ্চিত হয়েছেন। আজ শনিবার দুপুরে পৌরসভার আরামনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় সাথে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার আরামনগর বাজারে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সরিষাবাড়ী উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন ১০ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে মাথায় বিএনপির ব্যাজ বেধে তথ্য সংগ্রহ করতে যান ডিজিএফআই সদস্য মেহেদী হাসান। সমাবেশ শেষে ফেরার পথে তাকে মারধর করা হয়। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আব্দুর রশিদের কর্মীসমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে অভিযান চালিয়ে ঘটনায় সাথে জড়িত সন্দেহে শাফিন আহমেদ (১৮), সম্পদ মিয়া (১৭), সবুজ মিয়া (১৭), মোশারফ হোসেন (২১) ও রবিন মিয়াকে (২১) আটক করে পুলিশ। ডিজিএফআই সদস্য মেহেদী হাসান উর্ধতন কর্তৃপক্ষের নিষেধ থাকায় এ বিষয়ে কিছু বলতে রাজী হননি।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, মৌখিক অভিযোগের প্রেক্ষিতে ডিজিএফআই সদস্যকে মারধরের ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে।