সিরাজগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ১৫
আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের পৌর ভাষানী মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে।

প্রথম নিউজ, ঢাকা: সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ শেষে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয় হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ১০ জন।
আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের পৌর ভাষানী মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের নিরাপত্তা বিধানের জন্য পুলিশ মোতায়েন করা হয়েছিল। সমাবেশ শেষে চলে যাওয়ার সময় বিএনপি কর্মীরা নবদ্বীপ পুল এলাকায় বিনা উসকানিতে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষে সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন, জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক খোকন সরকারসহ ১০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, পুলিশের রাবার বুলেট ও টিয়ার শেলের আঘাতে বিএনপির অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews