সরকারি হাসপাতালে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা শুরু

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সরকারি হাসপাতালে চিকিৎসকদের ব্যক্তিগত বৈকালিক চেম্বার’ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সরকারি হাসপাতালে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা শুরু
সরকারি হাসপাতালে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা শুরু

প্রথম নিউজ, ডেস্ক : দেশের সরকারি হাসপাতালে রোগীদের বৈকালিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস কার্যক্রম চালু করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সরকারি হাসপাতালে চিকিৎসকদের ব্যক্তিগত বৈকালিক চেম্বার’ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা ১২টি জেলায় এবং ৩৯টি উপজেলায় পাইলট প্রকল্পের আওতায় ইনস্টিটিউশনাল প্র্যাকটিস শুরু করতে যাচ্ছি। এ সেবার মাধ্যমে দেশের জনগণ বিকাল ৩টা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসাসেবা পাবেন। 

তিনি বলেন, বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। বিশেষজ্ঞ চিকিৎসক এবং কনসালটেন্ট তাদের নিজ হাসপাতালে বসে রোগী দেখবেন। রোগীর কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হলে সেগুলোও করা হবে। উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালের চিকিৎসক, সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অনলাইনে যুক্ত থেকে বিভিন্ন দিকনির্দেশনা দেন। 

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার খুরশিদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিয়া প্রমুখ। সংশ্লিষ্টরা বলছেন, দুয়েকদিনের মধ্যে তারা পরিপূর্ণ সেবা চালু করতে পারবেন। 

বৃহস্পতিবার জাতীয়ভাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কর্মসূচিটি উদ্বোধনের পরই খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মঞ্জুরুল মুর্শিদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চেম্বারের উদ্বোধন করেন। পূর্ব ঘোষণা অনুযায়ী খুলনা বিভাগের যশোর জেলার মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চেম্বার উদ্বোধন হয়। উদ্বোধনের পরই সোনিয়া আফরিন ও আনিছুর রহমান দম্পতি ২২ মাস বয়সী তাদের একমাত্র মেয়ে আরশীকে নিয়ে হাসপাতালে আসেন। এ সময় বৈকালিক চেম্বারে ছিলেন মা ও শিশু বিশেষজ্ঞ ডা. জেসমনি সুমাইয়া। মাত্র তিনশ’ টাকায় এই দম্পতি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন। 

বিকাল ৩টার দিকে হবিগঞ্জের মাধবপুর ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের চেম্বারের প্রস্তুতি দেখা যায়। তবে উদ্বোধনী দিনে চেম্বারগুলো ছিল একেবারেই ফাঁকা। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তিনজন রোগী চিকিৎসা নিতে আসেন। শিশু বিশেষজ্ঞ ডা. রাজীব চক্রবর্তী, ডা. তারেকুজ্জামান ও ডা. রকিবুল ইসলাম রোগী দেখেন।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএইচএম ইশতিয়াক মামুন জানান, স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তে পাইলট প্রকল্পের আওতায় চিকিৎসকদের বৈকালিক চেম্বার করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার কার্যক্রম শুরু হলেও তেমন প্রচার হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইডি থেকে এ সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ভার্চুয়ালি বরিশালের আগৈলঝাড়া সরকারি হাসপাতালে বৈকালিক চিকিৎসা সেবার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে ভার্চুয়ালি যুক্ত হন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, মানিকগঞ্জ, বরিশালের আগৈলঝাড়া। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হুমায়ন শাহিন খান, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ছরোয়ার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম রঞ্জন হালদারসহ চিকিৎসক ও নার্সরা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: