‘সরকারের অস্থির কূটনীতি রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ’

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

‘সরকারের অস্থির কূটনীতি রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ’

প্রথম নিউজ, অনলাইন: হঠাৎ কতিপয় দূতাবাসের এসকর্ট প্রত্যাহার ও গাড়িতে পতাকা উড়ানো বন্ধে সরকারের অকূটনৈতিকসূলভ আচরণ ও সিদ্ধান্ত রাষ্ট্রকে বড় ধরনের ঝুঁকিতে ফেলছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। আব্দুর রব বলেন, দূতাবাস ও কূটনৈতিকদের  নিরাপত্তা, গাড়িতে ফ্ল্যাগ উড়ানোসহ ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতা উপেক্ষা করায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কূটনৈতিক প্রাঙ্গণ ও কূটনৈতিকদের নিরাপত্তা স্বাগতিক দেশকেই সুরক্ষার ব্যবস্থা করতে হয়। সারা বিশ্বেই মিশনপ্রধান কর্তৃক ব্যবহৃত গাড়িতে ডিপ্লোমেটিভ ফ্ল্যাগ ব্যবহার করা হয়। কূটনৈতিক মিশন ও কূটনীতিক সম্পর্কিত এ ধরনের নিয়মকানুনের অধিকাংশই Vienna Convention On Diplomatic Relations 1961 এ বিধৃত আছে। বাংলাদেশ চুক্তিটি ১৯৭২ সালে স্বাক্ষর (accede) করে।

তিনি বলেন, সরকারের অপরিণামদর্শী আচরণ ও সিদ্ধান্ত রাজনীতি, কূটনীতি, রণনীতি এবং অর্থনীতি সর্বস্তরেই আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ে প্রতিনিয়ত যে মিথস্ক্রিয়া হচ্ছে তা দারুণভাবে ব্যাহত হবে। সরকারের কূটনীতি কুশলতার অভাবে বাংলাদেশ বড় ধরনের সংকটে পড়বে। ‘সুতরাং জাতীয় স্বার্থেই ভিয়েনা কনভেনশনের অধীনে উদ্ভূত সমস্যার সমাধানে সরকারকে দক্ষতার সঙ্গে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।’