সাভারে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

আজ বুধবার (৩১ মে) সকাল ৮ টার দিকে সাভারের ব্যাংক কলোনী অ্যাসেট স্কুল-২ সংলগ্ন রিতা ভিলার নিচতলার সিঁড়ির নিচ থেকে ওই নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।

সাভারে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

প্রথম নিউজ, সাভার: সাভারের ব্যাংক কলোনী এলাকা থেকে কুলসুম আক্তার খুশি (৩০) নামের এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আলী হায়দার (৪২) নামে একজনকে আটক করা হয়েছে।

আজ বুধবার (৩১ মে) সকাল ৮ টার দিকে সাভারের ব্যাংক কলোনী অ্যাসেট স্কুল-২ সংলগ্ন রিতা ভিলার নিচতলার সিঁড়ির নিচ থেকে ওই নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। নিহত কুলসুম আক্তার কুমিল্লা জেলার গৌরিপুর থানার তিনকালিয়া গ্রামের কালাম মিয়ার মেয়ে।

আটক হায়দার আলী ফরিদপুর জেলার সড়রপুর থানার চরদুভাইল গ্রামের মো. ইয়াদ আলীর ছেলে। বর্তমানে সাভারে মোবাইল এক্সসোরির ব্যবসা করতেন ও ব্যাংক কলোনীর রিতা ভিলার ২য় তলা বসবাস করতেন।

পুলিশ জানায়, ব্যাংক কলোনীর ওই বাড়ির নিচ তলার সিঁড়ির নিচে বস্তাবন্দি মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে ওই নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে।

অভিযুক্ত আসামীর বরাত দিয়ে পুলিশের প্রাথমিক জানায়, গত ৪ দিন আগে হায়দার আলীর পরিবার গ্রামের বাড়িতে যায়। এই সুযোগে নারীকে বাসা নিয়ে আসে। এক পর্যায়ে টাকার বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। ওই নারী চিৎকার করে লোকজন জোড়ো করার হুমকি দেয়। এসময় হায়দার আলী উত্তেজিত হয়ে গামছা পেঁচিয়ে নারীকে শ্বাসরোধ করে হত্যা করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।  এই নারী কেন ওই বাসায় গিয়ে ছিল ও পেশায় কি করতো। তা এখনো অস্পষ্ট। এছাড়া তাদের কি সম্পর্ক ছিল? এসব সামনে রেখে তদন্ত করা হচ্ছে।