সুপ্রিম কোর্টে পুলিশের লাঠিচার্জ : রিটের আদেশ বুধবার

পুলিশের লাঠিচার্জের ঘটনা তদন্তের নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী বুধবার (২৯ মার্চ) আদেশ দেবেন হাইকোর্ট

সুপ্রিম কোর্টে পুলিশের লাঠিচার্জ : রিটের আদেশ বুধবার
সুপ্রিম কোর্টে পুলিশের লাঠিচার্জ : রিটের আদেশ বুধবার

প্রথম নিউজ, ঢাকা : গত ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবী ও সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা তদন্তের নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী বুধবার (২৯ মার্চ) আদেশ দেবেন হাইকোর্ট।

সোমবার (২৭ মার্চ) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চ এ দিন ধার্য করেন।


আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

গত ১৯ মার্চ রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্ট বার নির্বাচনের বিএনপি সমর্থিত ১৪ প্রার্থী।  

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ডিবির উপ-কমিশনার ও শাহবাগ থানার ওসিকে বিবাদী করা হয়েছে।

আবেদনে ১৫ মার্চ আবেদনকারীদের, আইনজীবী ও সাংবাদিকদের পেটানোর ঘটনা কেন আইনগত কর্তৃত্ববর্হিভূত হবে না, সেই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: