সেই আরব পোশাকের জন্য মেসিকে সাড়ে ১০ কোটি টাকার প্রস্তাব
বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি যখন শিরোপাটা তুলে ধরবেন
প্রথম নিউজ, ডেস্ক : বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি যখন শিরোপাটা তুলে ধরবেন, ঠিক সেই সময় তাকে পরিয়ে দেওয়া হয়েছিল আরবের ঐতিহ্যবাহী পোশাক ‘বিশত’। কাজটা করেছিলেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। সে নিয়ে আলোচনা-সমালোচনা নেহায়েত কম হয়নি। সেই বিখ্যাত বিশতের জন্য এবার মেসিকে দেওয়া হলো সাড়ে ১০ কোটি টাকার প্রস্তাব।
প্রস্তাবটা দিয়েছেন ওমানের আইনজীবী ও সংসদ সদস্য আহমেদ আল বারওয়ানি। ব্যক্তিগত টুইটারে তিনি জানিয়েছেন এই প্রস্তাব। তিনি লিখেছেন, ‘কাতার বিশ্বকাপ ২০২২ জয়ের জন্য আপনাকে ওমানের পক্ষ থেকে জানাই অভিনন্দন। আরবি বিশত বীরত্ব এবং প্রজ্ঞার পরিচায়ক। এই বিশতের জন্য আমি আপনাকে ১০ লাখ ডলারের প্রস্তাব দিচ্ছি।’
এখানেই শেষ নয়, মেসি যদি দরকষাকষি করতে চান, তাহলে অঙ্কটা আরও বাড়িয়েও দিতে পারেন বারওয়ানি। স্থানীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘কাতারের আমি যখন মেসিকে বিশতটা দিলেন, তখন আমি স্টেডিয়ামে ছিলাম। এই মুহূর্তটা বিশ্বকে জানান দিয়েছিল, আমরা আছি, এটা আমাদের সংস্কৃতি, একে ভালোভাবে চেনো!’
মেসি যদি চান, তাহলে তার কাছ থেকে পাওয়ার এই বিশতটা আর পরবেনও না বারওয়ানি। এমন শর্তেও বিশতটা পেতে মরিয়া ওমানের এই সংসদ সদস্য। স্থানীয় সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে তিনি বলেন, ‘এটা সেই গর্বের মুহূর্তটাকে স্মরণ করিয়ে দেবে, সেই স্মৃতি রোমন্থনে সাহায্য করবে, আমরা যে কোনো কিছু করতে পারি, সেটাও মনে করিয়ে দেবে আমাদের।’
বিশত আরব দেশগুলোর পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক, যা তৈরি হয় উটের চুল ও ভেড়ার লোম দিয়ে। আরব বিশ্বে রাজপরিবারের সদস্য, বিশিষ্ট ব্যক্তি, বরেরা বিভিন্ন বিশেষ মুহূর্ত যেমন বিয়ে, বিভিন্ন উৎসব, ঈদের দিনে পরে থাকেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews