সাইফের শারীরিক অবস্থার বিষয়ে যা বললেন বোন সোহা
প্রথম নিউজ, ডেস্ক : বিপদ কেটে গেছে, দ্রুত সেরে উঠছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। তিনি বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এদিকে সাইফ আলী খানের শারীরিক অবস্থার বিষয়ে মুখ খুললেন অভিনেতার বোন সোহা আলী খান।
সোহা আলী খান বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে ভাইয়া (সাইফ আলী খান) দ্রুত সেরে উঠছেন। আর কোনও বড় বিপদ যে হয়নি, তাতেই আমরা খুশি। যারা দ্রুত আরোগ্য কামনা করেছেন, তাদের ধন্যবাদ জানাই।’
এদিকে, সাইফের হামলাকারী গ্রেপ্তার হওয়ার পরই হাসপাতালে যান কারিনা কাপুর। সঙ্গে ছিল তার দুই ছেলে তৈমুর ও জেহ। দুই সন্তানকে দেখভালের লোকজনও ছিলেন সঙ্গে। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই কাপুর পরিবারের নিরাপত্তা আরও জোরদার করা হয়।
প্রসঙ্গত, সাইফ আলী খানের চলচ্চিত্রে অভিষেক ঘটে যশ চোপড়ার পরম্পরা চলচ্চিত্র দিয়ে। তিনি ১৯৯৪ সালে প্রণয়ধর্মী ইয়ে দিল্লাগি ও মারপিটধর্মী ম্যাঁয় খিলাড়ি তু আনাড়ি চলচ্চিত্র দিয়ে সফলতা অর্জন করেন।
এর পরবর্তী সময়ে তার কিছু চলচ্চিত্র ব্যর্থ হওয়ার পর ১৯৯৯ সালে তার অভিনীত বহুতা রকা সমৃদ্ধ হাম সাথ-সাথ হ্যায় (১৯৯৯) চলচ্চিত্র ব্যবসাসফল হয়। ২০০০-এর দশকের শুরুতে তিনি দুটি তারকাবহুল চলচ্চিত্র দিল চাহতা হ্যায় (২০০১) ও কাল হো না হো (২০০৩)-এ অভিনয় করে খ্যাতি অর্জন করেন।