শাহজালাল বিমানবন্দরে তেলবাহী গাড়িচাপায় বিমানের কর্মী নিহত
আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিয়া জানান, বুধবার রাতে এ দুর্ঘটনার খবর পাওয়া যায়। এ ঘটনায় পদ্মা অয়েলের একটি গাড়ি জব্দ করা হয়েছে।
প্রথম নিউজ, ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পদ্মা অয়েল গেট এলাকায় তেলবাহী একটি গাড়ির চাপায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশল বিভাগের কর্মী মো. সাদ্দাম হোসেন নিহত হয়েছেন।
বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিয়া জানান, বুধবার রাতে এ দুর্ঘটনার খবর পাওয়া যায়। এ ঘটনায় পদ্মা অয়েলের একটি গাড়ি জব্দ করা হয়েছে।
তিনি জানান, ঘটনাস্থলটিতে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ। পদ্মা অয়েল গেটেই এ দুর্ঘটনা ঘটে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।