শেষ ওভার পর্যন্ত উত্তেজনা অটুট রেখে পাঞ্জাব কিংস ইলেভেন ম্যাচ জিতলো
পাঞ্জাব কিংস ইলেভেন পাঁচ রানে হারালো রাজস্থান রয়্যালসকে।
প্রথম নিউজ, খেলা ডেস্ক: শেষ ওভার পর্যন্ত উত্তেজনা অটুট ছিল। শেষ বলে হারজিতের মীমাংসা হলো। পাঞ্জাব কিংস ইলেভেন পাঁচ রানে হারালো রাজস্থান রয়্যালসকে। গুয়াহাটির দর্শকরা একটি তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচ দেখলো। প্রথমে ব্যাট করে শিখর ধাওয়ানের অনবদ্য ৮৬ রান এবং প্রভস্মরণ সিং এর ৬০ রানের সাহায্যে ১৯৭ রান করে। শেষ ওভার পর্যন্ত হিচ ককিয়ন থ্রিলার দেখিয়ে পাঁচ রানের দূরত্বে থামে রাজস্থান রয়্যালস। হেটমায়ার যতক্ষণ চালিয়ে খেলছিলেন ততক্ষণ আশা ছিল রাজস্থানের। কিন্তু মারমুখী হেটমায়ার ৩২ রানের মাথায় রানআউট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্রহ্মপুত্রের জলে বিলীন হয়ে যায় রয়্যালসের আশা। জয়ের গন্ধ পেয়ে চনমনে হয় পাঞ্জাব। অবশেষে শেষ বলে নিষ্পত্তি হয় ফলাফলের।