শার্শায় গৃহবধূকে গনধর্ষণের ঘটনায় আটক ১

শার্শায় গৃহবধূকে গনধর্ষণের ঘটনায় আটক ১

প্রথম নিউজ, যশোর: যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে দুই সন্তানের জননী (৪০) কে মুখ বেঁধে গনধর্ষণের ঘটনায় সিরাজ মোড়ল (৫০) নামে একজন আসামীকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) রাত ১১টার সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

এর আগে রোববার দিবাগত রাত ২ টার সময় সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীন ক্ষিদ্রগোপরেখী এলাকা হতে তাকে আটক করা হয়। আটক সিরাজ মোড়ল উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত রমজান মোড়লের ছেলে। তিনি পেশায় একজন কশাই।
পুলিশ জানায়, ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী থানায় এসে এহাজার দায়ের করে যে, তার বাড়ি শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে। তিনি খুলনায় থেকে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। প্রতিবেশী আব্দুল্লাহ প্রায় সময় তার স্ত্রীকে উত্ত্যক্ত করত। গত ১ জুলাই মঙ্গলবার তিনি বাড়িতে ছিলেন না। এদিন রাত ৮ টা ৩০ মিনিটের দিকে বাড়িতে তার স্ত্রীকে একা পেয়ে মুখ বেঁধে ওই গ্রামের আব্দুল্লাহ তার দুই বন্ধু আমজেদ ও সিরাজকে সাথে নিয়ে গনধর্ষণ করে পালিয়ে যায়।
এ ঘটনার পরদিন সকালে তার স্ত্রী বিষয়টি তাকে জানালে তিনি স্থানীয় মোড়ল মাতব্বরদের জানান।পরে মড়ল মাতব্বরা ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রাম্য সালিশ বসিয়ে মূল ঘটনা ধামা চাপা দিতে মিমাংসার চেষ্টা করে এবং আইনী সহায়তা পেতে বাধা প্রদানের মাধ্যমে সময় দীর্ঘায়িত করে ধর্ষনের আলমত নষ্ট করে আসামীদের সহায়তা করে। উপায় না পেয়ে তিনি গত ৪ জুলাই থানায় এসে এজাহারনামীয় ৭ জনসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনের নামে এজাহার দায়ের করেন।
পুলিশ আরো জানায়, বিষয়টি আমলে নিয়ে শার্শা থানার ইন্সপেক্টর (তদন্ত) খোন্দকার শাহ্ আলম, এসআই সোহানুর রহমান ও এসআই হযরত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে  এ মামলার অন্যতম আসামী সিরাজ মোড়ল (৫০) কে ওই জেলার ক্ষিদ্রগোপরেখী এলাকা হতে আটক করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, আটক সিরাজ মোড়ল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বাকি আসামীদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।