শুভশ্রীকে নিয়ে গুঞ্জন
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেছেন শুভশ্রী গাঙ্গুলি। এ যুগল প্রেমের সম্পর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। কারণ শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে রাজ চুটিয়ে প্রেম করেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে। সব সমালোচনার ইতি টেনে ২০১৮ সালে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। ২০২০ সালের ১২ই সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান। তার বয়স এখন ২ বছর। এদিকে গুঞ্জন উঠেছে ফের মা হতে যাচ্ছেন শুভশ্রী। সম্প্রতি একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে মা হতে যাওয়ার ইঙ্গিত দেন এই অভিনেত্রী। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেননি শুভশ্রী। কিন্তু তার বোন অভিনেত্রী দেবশ্রী গাঙ্গুলি বিষয়টি নিয়ে কথা বলেছেন।
তিনি বলেন, শুভশ্রী একবার মা হয়েছে, আবার মা হবে। আমরা সকলেই চাই, শুভশ্রী আবার মা হোক। সেইরকম একটা প্ল্যান রয়েছে। দেবশ্রীর এ বক্তব্য জল্পনার পালে নতুন করে হাওয়া দিয়েছে। কিন্তু শুভশ্রীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি পরিষ্কার করেননি তিনি। দেবশ্রী বলেন, পরিবারের সবাই চাই, ইউভানের একটা ছোট বোন হোক।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews