শীতলক্ষ্যায় তেল ট্যাংকার বিস্ফোরণ : আরও ২ জনের মৃত্যু
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.মো তরিকুল ইসলাম।
প্রথম নিউজ, ঢামেক প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে তেল ট্যাঙ্কার বিস্ফোরণে দগ্ধ আরও দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- হুমায়ুন কবির (৫৪) ও রুবেল (৩৮)।
শনিবার (১০ জুন) রাত সাড়ে দশটা ও দিবাগত রাত একটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.মো তরিকুল ইসলাম।
তিনি বলেন, শীতলক্ষ্যায় তেল ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ হুমায়ুন কবির ও রুবেল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রুবেল আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার ৪৫ শতাংশ ফ্লেম বার্ন হয়েছিল। আর হুমায়ুন কবির ৬০২ নম্বর ওয়ার্ডে মারা যায়। তার ৩০ শতাংশ ফ্লেম বার্ন ও ইনহ্যালেশন বার্ন হয়েছিল। এ ঘটনায় এর আগে তাজুল ইসলাম নামে আরও এক যুবকের মৃত্যু হয়।