শিক্ষার্থী ও নিউমার্কেট ব্যবসায়ী সংঘর্ষের ঘটনার সূত্রপাতকারী ২ জন গ্রেপ্তার

আজ মঙ্গলবার রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম।

শিক্ষার্থী ও নিউমার্কেট ব্যবসায়ী সংঘর্ষের ঘটনার সূত্রপাতকারী ২ জন গ্রেপ্তার
শিক্ষার্থী ও নিউমার্কেট ব্যবসায়ী সংঘর্ষের ঘটনার সূত্রপাতকারী ২ জন গ্রেপ্তার

প্রথম নিউজ, ঢাকা: ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউমার্কেট ব্যবসায়ী-হকার সংঘর্ষের ঘটনার সূত্রপাতকারী ক্যাপিটাল ফাষ্টফুডের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র গোয়েন্দা রমনা বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলো মো. কাওসার ও মো. বাবু হোসেন।

আজ মঙ্গলবার রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম। গোয়েন্দা রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলে এলাহী জানান, গত ১৮ই এপ্রিল রাতে নিউমার্কেটের ওয়েলকাম ফাষ্টফুডের কর্মচারী বাপ্পির সঙ্গে ক্যাপিটাল ফাস্টফুডের কাওসার ও বাবুর ফুটপাতে ইফতার সামগ্রীর টেবিল পাতা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এরপর ওয়েলকাম ফাষ্টফুডের বাপ্পি ঢাকা কলেজের কয়েকজন ছাত্রকে ডেকে এনে ক্যাপিটাল ফাষ্টফুডের কর্মচারীদের মারধর করলে পরবর্তীতে এটি ঢাকা কলেজ ও নিউমার্কেট দোকানদারদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরদিন সকাল থেকে দফায় দফায় আবারও সংঘর্ষ চলে। এতে নাহিদ ও মোরসালিন নিহত হন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom