শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং ও র্যাগিং প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ
এ কমিটি প্রতিষ্ঠানে বুলিং কিংবা র্যাগিং হয় কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ করবে। আর শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং ও র্যাগিং বিষয়ে অভিযোগ জানানোর জন্য অভিযোগ বক্স স্থাপনেরও নির্দেশনা দেয়া হয়।
প্রথম নিউজ, অনলাইন: শিক্ষাপ্রতিষ্ঠানে র্যাগিং ও বুলিং প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ কমিটি প্রতিষ্ঠানে বুলিং কিংবা র্যাগিং হয় কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ করবে। আর শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং ও র্যাগিং বিষয়ে অভিযোগ জানানোর জন্য অভিযোগ বক্স স্থাপনেরও নির্দেশনা দেয়া হয়। কমিটি অভিযোগগুলো পর্যালোচনা করে যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করবে। সম্প্রতি মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এ নীতিমালা প্রকাশ করা হয়। নীতিমালায় বলা হয়, কোনো শিক্ষার্থীকে ইচ্ছাকৃতভাবে ক্ষতিকর বা বেদনাদায়ক এবং আক্রমণাত্মক ব্যবহার, ব্যঙ্গ করে নাম ধরে ডাকা, বদনাম করা, লাথি মারা, বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করা, এমনকি অবহেলা বা এড়িয়ে চলা, মানসিক চাপ দেয়া বুলিং বা র্যাগিং হিসেবে বিবেচিত হবে।
নীতিমালায় আরও বলা হয়, কমিটি নিয়মিত সভায় মিলিত হয়ে বুলিং-র্যাগিং সংক্রান্ত মনিটরিং কার্যক্রম পর্যালোচনা করবে। এ সংক্রান্ত প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে। বুলিং কিংবা র্যাগিংকারী শিক্ষক অথবা শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী হলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রতিবেদন সংশ্লিষ্ট অধিদপ্তরে প্রেরণ করতে হবে। সংশ্লিষ্ট অধিদপ্তর বিদ্যমান বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: