লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে শেরপুরে বিএনপির স্মারকলিপি প্রদান

লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে শেরপুরে বিএনপির স্মারকলিপি প্রদান

প্রথম নিউজ, শেরপুর :  দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে আজ ৮ জুন বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, শেরপুরের নির্বাহী প্রকৌশলী মো. শাহাব উদ্দিনের কাছে স্মারকলিপি হস্তান্তর শেষে গৃদা নারায়নপুর এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা সভাপতি মো. মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী।

কর্মসূচী পালনকালে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।