রাস্তায় নামা ছাড়া অন্য কোনো পথ নেই: দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘সরকার দেশের সম্পদ লুট করতে করতে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে
প্রথম নিউজ, ঢাকা : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘সরকার দেশের সম্পদ লুট করতে করতে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। সরকার পতনের আন্দোলনে আসুন সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামি। এছাড়া অন্য কোনো পথ নেই।’ বৃহস্পতিবার (১৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে মৎস্যজীবী দলের মানববন্ধনে তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘কর্তৃত্ববাদী শাসক সবসময় নির্লজ্জ হয়। এদের লজ্জা-শরম বলতে কিছু থাকে না। এরা চোখের ওপরে এত মিথ্যা কথা, এত লুটপাট করতে পারে যে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এটা সম্ভব না।’
তিনি বলেন, ‘বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টে গতকাল বিএনপির আইনজীবীদের ও সাংবাদিকদের পুলিশ যেভাবে পিটিয়েছে, এটা অকল্পনীয়। দেশের সর্বোচ্চ বিচারালয় এভাবে গুন্ডামি করা হয়, এটা ভাবা যায় না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে দুদু বলেন, দেশের মানুষ আজকে ভোট দিতে পারে না। এ সরকার নির্বাচনের ব্যবস্থা ধ্বংস করেছে। দেশের সম্মান নষ্ট করেছে। বাংলাদেশকে বিশ্বের কাছে উপহাসের পাত্র হিসেবে পরিণত করেছে। বর্তমান অবৈধ সরকার এমন কোনো নিত্যপণ্য নেই, যার দাম বাড়ানো হয়নি।
মানববন্ধনে অন্যদের বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহাতাব, বিএনপির কেন্দ্রীয় নেতা মীর নেওয়াজ, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: