রাশিয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্রধারীর গুলি, নিহত ৮

রাশিয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্রধারীর গুলি, নিহত ৮

প্রথম নিউজ, ডেস্ক : রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অস্ত্রধারী এক শিক্ষার্থী নির্বিচারে গুলি চালিয়েছে। এতে অন্তত আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।

রাশিয়ায় বড় ধরনের অপরাধের তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি জানায়, দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত পারম স্টেট ইউনিভার্সিটিতে এই গুলির ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থী এই গুলি ছোড়েন। সন্দেহভাজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আটককালে তিনি আহত হয়েছেন।