রাজশাহীতে হেরোইনসহ চেয়ারম্যানের বাবা আটক
মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম নিউজ, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানার বাবা মজিবুর রহমানকে (৫৪) হেরোইনসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মজিবুর রহমান মাটিকাটা ইউনিয়নের উজানপাড়া গ্রামের মৃত আয়েশ উদ্দিনের ছেলে।
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, গোপন সংবাদ ছিল মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার বাবা মজিবুর রহমান হেরোইন বেচা-কেনার জন্য তার এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বাড়ির সামনে থেকে ৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে।
ওসি আরও জানান, আমাদের কাছে তথ্য ছিল তার কাছে আরও বেশি হেরোইন আছে। তবে তার কাছে পাওয়া যায়নি। যে পরিমাণ পাওয়া গেছে তা দিয়েই গোদাগাড়ী থানায় মামলা করা হবে। রাত ১০টার দিকে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছে বলে শুনেছি। তবে থানায় এখনো দেয়নি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews