রাজধানীতে ৫ তলা থেকে পড়ে রংমিস্ত্রি নিহত

রাজধানীতে ৫ তলা থেকে পড়ে রংমিস্ত্রি নিহত

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর কদমতলী থানার মুন্সী খোলা এলাকায় স্টিল মিলে কাজ করার সময় পাঁচতলা থেকে পড়ে রাকিব (১৮) নামে এক রংমিস্ত্রি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার(৬ জুলাই) গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ১ টা ২০ মিনিটে মৃত ঘোষণা করেন।


নিহতের ভাই জুয়েল জানান, আমি ও আমার ভাই কদমতলী মুন্সি খোলা এলাকায় সালাম স্টিল মিলের ৫ তলায় রঙের কাজ করছিলাম। সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় আমার ভাই। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সে আরো বলেন, বর্তমানে আমরা কদমতলী থানার মুন্সী খোলা ঢাকা ম্যাচ এলাকায় থাকি। আমাদের বাড়ি বরিশাল জেলার মনপুরা থানা এলাকায়। আমার বাবার নাম মো. হারুনুর রশিদ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি কদমতলী থানাকে জানিয়েছে।