যে যেখানে আছেন প্রতিরোধ গড়ে তুলুন: নূর
আজ দুপুরে রাজধানীর রায়েরবাগ এলাকায় অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন। দলটির শতাধিক নেতাকর্মী অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
প্রথম নিউজ, ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগের পতন ঘনিয়ে আসছে। আপনারা ভয় পাবেন না। যে যেখানে আছেন প্রতিরোধ গড়ে তুলুন।
তিনি আরও বলেন, আমরা অহিংস আন্দোলন করছি। শেখ হাসিনাকে বিদায় নিতে হবে। একজন শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের লড়াই। শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই। শেখ হাসিনার বিদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।
আজ দুপুরে রাজধানীর রায়েরবাগ এলাকায় অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন। দলটির শতাধিক নেতাকর্মী অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
তিনি বলেন, আজকের কর্মসূচিতে বিএনপির অনেক সিনিয়র নেতার ওপর হামলা হয়েছে। এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।