যাত্রাবাড়ীতে লরির ধাক্কায় অটোরিকশা চালক নিহত
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ী থানার চৌরাস্তা ট্রাফিক পুলিশ বক্সের সামনে লরির ধাক্কায় আল-আমিন (২১) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই যুবক।
নিহত আল-আমিনের গ্যারেজ মালিক আব্দুস সাত্তার বলেন, রাতে আল-আমিন অটোরিকশা নিয়ে যাত্রাবাড়ী থানার ট্রাফিক পুলিশ বক্সের সামনে এলে অজ্ঞাত একটি লরির ধাক্কায় ঘটনাস্থলে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, ওই যুবক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজিমিজি এলাকায় থাকতেন। তার বাড়ি রংপুরের পীরগাছা থানার বানিপুর গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) চঞ্চল কুমার বিশ্বাস। তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে মরদেহ উদ্ধার করে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক লরিচালককে আটক করা যায়নি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে।