যুক্তরাষ্ট্রের সব অভিযোগের জবাব দেয়া হয়েছে: র‌্যাব মহাপরিচালক

যুক্তরাষ্ট্রের সব অভিযোগের জবাব দেয়া হয়েছে: র‌্যাব মহাপরিচালক
যুক্তরাষ্ট্রের সব অভিযোগের জবাব দেয়া হয়েছে: র‌্যাব মহাপরিচালক

প্রথম নিউজ, অনলাইন: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিষয়ের সকল অভিযোগের জবাব দেয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন। তিনি বলেছেন- র‌্যাবের কেউ আইনবিরোধী কাজ করলে ব্যবস্থা নেয়া হচ্ছে। একইসঙ্গে সন্ত্রাস, মাদক ও জঙ্গি দমনে র‌্যাব সক্রিয় ভূমিকা রাখছে। সোমবার দুপুরে সিলেটে র‌্যাব ৯ সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান র‌্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন। তিনি আরও বলেন- আইনশৃঙ্খলা রক্ষায় সততার সাথে কাজ করছে র‌্যাব। সেই সাথে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে সংস্থাটি। বান্দরবানে অপারেশন এখনো চলমান। শুধু গহীন অরণ্যে নয়, দেশের অন্য কোথায় যদি অস্তিত্ব থাকে তবে সেখানেও জঙ্গী ও সন্ত্রাস বিরোধী অভিযান চলবে। জঙ্গি সন্ত্রাসীদের জন্য র‌্যাব হবে আতংকের নাম। আমেরিকার নিষেধাজ্ঞায় যে  সংস্কারের কথা বলা হয়েছে তার দায়িত্ব সরকারের। নিষেধাজ্ঞার তালিকা অনুসারে তদন্ত করা হয়েছে এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্ত রিপোর্ট জমা দেয়া হয়েছে বলে জানান তিনি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom