যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা চেয়েছে ইসরাইল
এ বিষয়ে অবগত তিন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের বড় সামরিক সহায়তা চেয়েছে ইসরাইল। এ বিষয়ে অবগত তিন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। ইসরাইল-হামাস যুদ্ধের মধ্যেই সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার তেল আবিব সফরে গিয়েছেন। সেখানে তিনি রোববার জানান, ইসরাইলকে সামরিক সহায়তা দেয়ার বিষয়ে মার্কিন আইনপ্রনেতারা আলোচনা শুরু করেছেন। এই সহায়তার অধীনে রয়েছে আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমের মিসাইল, প্রিসিশন-গাইডেড বোমা, জেডিএএম কিট এবং ১৫৫ মিলিমিটার গোলা।