মা হলেন মারিয়া নূর
দেশের জনপ্রিয় মডেল ও উপস্থাপক মারিয়া নূর মা হয়েছেন
প্রথম নিউজ, ডেস্ক : দেশের জনপ্রিয় মডেল ও উপস্থাপক মারিয়া নূর মা হয়েছেন। শুক্রবার (২৭ মে) সকালে এমনটাই জানান তিনি। তবে সুখবরটি আরও ১৫ দিনের পুরনো।
মারিয়া জানান, তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
পুত্রের নাম রেখেছেন সায়হান যারিব।
মারিয়া মাতৃত্বকালীন ছুটিতে অবস্থান করছিলেন যুক্তরাষ্ট্রে। সেখানেই তিনি মা হয়েছেন।
মা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মারিয়া বলেন, ‘১২ মে যারিব জন্ম নেয়। আমরা খুবই আনন্দিত ওকে পেয়ে। সবার কাছে দোয়া আমার ছেলের জন্য।’
সাইফুল আলম জুলফিকার ও মারিয়া নূর বিয়ে বন্ধনে আবদ্ধ হন ২০১১ সালের ১৫ জুন। ১১ বছরের সংসার জীবনে তাদের ঘর আলো করে এলো সন্তান সায়হান যারিব।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews