মা ব্যস্ত রান্নায়, ডোবায় ডুবে প্রাণ গেলো ২ বছরের শিশুর
আজ রোববার (২৩ জুলাই) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রামের আকিজ বিড়ি কারখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রথম নিউজ, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় ডোবার পানিতে ডুবে নাবিল নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৩ জুলাই) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রামের আকিজ বিড়ি কারখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু নাবিল ওই এলাকার বাসিন্দা আলম মিয়ার ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। বাবা কাজের জন্য বাইরে ছিলেন। শিশুটি একাই বাড়ির উঠানে খেলা করছিল। পরে সেখানে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পেছনে ডোবার পানিতে শিশুটিকে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আল-আকসা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে।