ময়মনসিংহে বিশেষ ক্ষমতা আইনের মামলায় যুবদল নেতা সুজা কারাগারে

রবিবার (১০ আগষ্ট) বিকালে ময়মনসিংহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বিশেষ ক্ষমতা আইনের মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

ময়মনসিংহে বিশেষ ক্ষমতা আইনের মামলায় যুবদল নেতা সুজা কারাগারে

প্রথম নিউজ, ময়মনসিংহ : জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক (বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) মো: সুজাউদৌল্লাহ সুজা (৫০) কে কারাগারে পাঠিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। রবিবার (১০ আগষ্ট) বিকালে ময়মনসিংহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বিশেষ ক্ষমতা আইনের মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার (৯ আগষ্ট) রাত আড়াইটার দিকে নগরীর জিলা স্কুল রোড এলাকা থেকে এই যুবদল নেতাকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।  আজ সন্ধ্যায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহ কামাল আকন্দ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়ার একটি মামলার তদন্তে সুজাউদৌল্লাহ সুজা সন্দিগ্ধ আসামি। তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) খন্দকার মাসুদুল হক মাসুদকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।  

এক বিবৃতিতে গ্রেফতার হওয়া সকল নেতৃবৃন্দের মুক্তি দাবি করে তিনি বলেন, নির্বাচনের আগে নেতাকর্মীদের গ্রেফতার করে আন্দোলন দমন করা যাবে না। সরকারের এই ধরনের কান্ডে আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।