মিয়ানমারে সেনাবাহিনীর অভিযানে নিহত ৩ শিক্ষার্থী
শুক্রবার ভোরে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে শিক্ষার্থীদের একটি ইউনিয়ন।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: মিয়ানমারের উত্তর-পশ্চিমে সেনাবাহিনীর এক অভিযানে অন্তত তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে শিক্ষার্থীদের একটি ইউনিয়ন। দ্য অল বার্মা ফেডারেশন অব স্টুডেন্ট ইউনিয়নস ফেসবুকে দেওয়া এক পোস্টে জানায়, সাগাইং অঞ্চলের বুদালিন শহরতলিতে একটি দপ্তরে অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীদের হত্যা করা হয়।
স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিহত তিন শিক্ষার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। তাদের বুকে ছুরিকাঘাত করা হয়েছে। জিভ কেটে নেওয়া হয়েছে। এ ছাড়া অভিযানের সময় অন্তত পাঁচটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে আর অনেককে গ্রেফতার করা হয়েছে।