মহাসড়কের ওপর প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আজ শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের খামারেরচর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

মহাসড়কের ওপর প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
মরদেহের পাশে বসে স্বজনদের আহাজারি

প্রথম নিউজ, নরসিংদী: নরসিংদীর বেলাবোতে মহাসড়কের ওপর প্রকাশ্যে কবির হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের খামারেরচর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত কবির হোসেন খামারেরচর গ্রামের আব্দুল হাই মিয়ার বড় ছেলে।

স্বজনরা জানান, প্রতিদিনের মতো আজও বাড়ি থেকে বের হয়ে গাড়ি ঠিক করার জন্য গ্যারেজে আসেন কবির। এ সময় তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। দৌড়ে ঢাকা-সিলেট মহাসড়কের ওপরে চলে আসেন তিনি। সেখানেও চাপাতি, দা ও ছুরি দিয়ে তার মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে হত্যা করা হয়। এ সময় মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এসে মরদেহ উদ্ধারের পর যান চলাচল স্বাভাবিক করে।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধারের পর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা জানা যায়নি। জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom