মহাসড়কে চাঁদাবাজি বন্ধে পুলিশের মাইকিং
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের কাঁচপুর, মদনপুর, মোগড়াপাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ মাইকিং করে কাঁচপুর হাইওয়ে থানাপুলিশ।
প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে চাঁদাবাজি বন্ধে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।
সোমবার (২৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের কাঁচপুর, মদনপুর, মোগড়াপাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ মাইকিং করে কাঁচপুর হাইওয়ে থানাপুলিশ।
হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশে মহাসড়কে চাঁদাবাজি বন্ধে এ মাইকিং করা হয়েছে বলে জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোহাম্মদ ইব্রাহিম।
টিআই ইব্রাহিম বলেন, গত ছয় মাসে মহাসড়কে চাঁদাবাজি করার সময় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের কঠোর নির্দেশনা রয়েছে। মাইকিং করে আমরা চাঁদাবাজদের সাবধান করছি।