মাহফিলের বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
প্রথম নিউজ, ফেনী : ফেনী সদর উপজেলার শর্শদিতে মাহফিলের বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম (১৮) নেয়ামতপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সে বারাহিপুর জামিয়া ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থী।
মাদরাসার অধ্যক্ষ মমিনুল হক ঢাকা পোস্টকে বলেন, ফেনী জামিয়া ইসলামিয়া মাদরাসার মাহফিলের আয়োজন চলছিল। এর প্রস্তুতি হিসেবে ছাত্ররা বাঁশ কাটতে গিয়েছিল। সেখানে একটি বিদ্যুতের তারের সংস্পর্শে আসে আশরাফুল। পরে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, মাদরাসার মাহফিলের বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।