মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভার স্মৃতিসৌধে বীর শহিদদের ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
প্রথম নিউজ,ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভার স্মৃতিসৌধে বীর শহিদদের ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার শাজাহান ওমর, ডা. এজেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্ট আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন,খায়রুল কবির খোকন, হাবিব-উননবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, দেওয়ান সালাউদ্দিন বাবু,যুবদলের সভাপতি সুলতান সালা উদ্দিন টুকু,ফুটবলার আমনিুল হক,ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপূণ রায় চৌধুরিসহ হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি মহাসচিব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। তিনি বলেন ১৯৭১ সালের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহবানে সাড়া দিয়ে সমগ্র জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। জিয়ার স্বাধীনতা ঘোষনায় সমগ্রজাতি আশার আরো খুঁজে পেয়েছিল। তিনি আরও বলেন যে কারণে আমরা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম, গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম সে গণতন্ত্র আজ বাংলাদেশে নেই। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নেই, কথা বলার অধিকার নেই, সাংবাদিকদের মতপ্রকাশের অধিকার নেই। সব কিছু কেড়ে নিয়েছে বর্তমান সরকার। মানুষের অধিকারের লড়াই করতে গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বন্দি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে। ৩৫ লক্ষ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। এ অবস্থা থেকে দেশকে মুক্ত করতে গণতন্ত্র পূনরুদ্ধারের লড়াইয়ে সকলকে শরিক হওয়ার আহবান জানান তিনি। পরে তিনি নেতা-কর্মীদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।