মহাখালী রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর মহাখালী রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুল আলিম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৫ জুন) সকালে মহাখালী রেলক্রসিং এলাকায় ওই ব্যক্তি রাস্তা পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) আব্দুল আলিম পলাশ বলেন, আমরা খবর পেয়ে মহাখালী রেলক্রসিং এলাকায় ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পারি যে, ওই ব্যক্তি মহাখালী রেলক্রসিং এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকামুখী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই পুলিশ কর্মকর্তা জানান, নিহতের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার নাগরৌহা গ্রামে। তিনি ওই এলাকার আবুল হোসেনের ছেলে।