‘মহাকাশে বিশাল আয়না’

পৃথিবী থেকে ২৬৪ আলোকবর্ষ দূরে একটি গ্রহ রয়েছে। যার নাম ‘এলটিটি৯৭৭৯বি’।

‘মহাকাশে বিশাল আয়না’

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: পৃথিবী থেকে ২৬৪ আলোকবর্ষ দূরে একটি গ্রহ রয়েছে। যার নাম ‘এলটিটি৯৭৭৯বি’। সৌরজগতের বাইরের গ্রহটিকে ‘মহাকাশে বিশাল আয়না’ বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ইএসএ) ‘ক্যারেক্টারাইজিং এক্সোপ্ল্যানেট স্যাটেলাইট’ মিশন দ্বারা ওই গ্রহের ওপর পর্যবেক্ষণ করে সম্প্রতি তাঁরা এই তথ্য জানিয়েছেন। ২০২০ সালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এলটিটি৯৭৭৯বি আবিষ্কার করে। ওই গ্রহ পর্যবেক্ষণের দায়িত্ব পায় ইএসএ।

গভীর পর্যবেক্ষণের পর সংস্থাটি জানিয়েছে, প্রতি ১৯ ঘণ্টায় একটি সূর্যের মতো নক্ষত্রকে প্রদক্ষিণ করে এলটিটি৯৭৭৯বি। সিলিকেট ও টাইটানিয়ামের মতো ধাতু দিয়ে তৈরি প্রতিফলিত ধাতব মেঘ রয়েছে ওই গ্রহে‌‌। অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স জার্নালে গ্রহটির বর্ণনা দিয়ে একটি গবেষণা প্রতিবেদন আকারে প্রকাশ হয়েছে। বলা হয়েছে, গ্রহটির ব্যাস পৃথিবীর চেয়ে ৪.‌৭ গুণ। এটি সূর্যের মতো একটি নক্ষত্রকে বুধের চেয়ে অনেক কাছাকাছি দূরত্বে প্রদক্ষিণ করে।

সৌরজগতের শুক্র সবচেয়ে উজ্জ্বল গ্রহ, যা আলোর ৭৫ শতাংশ প্রতিফলিত করে। এটি সালফিউরিক অ্যাসিডের বিষাক্ত মেঘ দ্বারা বেষ্টিত। পৃথিবী তার দিকে আসা আলোর প্রায় ৩০ শতাংশ প্রতিফলিত করে। রুক্ষ ভূপৃষ্ঠ এবং গ্রহের স্থলভাগ দ্বারা শোষণের কারণে বেশিরভাগ গ্রহ আলো প্রতিফলন করতে পারে না। তবে বিজ্ঞানীরা বলছেন, এই প্রথম এই ধরনের কোনও উজ্জ্বল গ্রহ তার নক্ষত্রের এত কাছে পাওয়া গেল।