মোশাররফের অবস্থার উন্নতি নেই, দিল্লিতে হাফিজের অপারেশন মঙ্গলবার

সোমবার (২৫ ডিসেম্বর) শায়রুল কবির খান এ তথ্য জানান।

মোশাররফের অবস্থার উন্নতি নেই, দিল্লিতে হাফিজের অপারেশন মঙ্গলবার

প্রথম নিউজ, ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থার উন্নতি হয়নি বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। পাশাপাশি দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের অপারেশন মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিল্লিতে সম্পন্ন হবে।

সোমবার (২৫ ডিসেম্বর) শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, খন্দকার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। রোববার (২৪ ডিসেম্বর) তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) নেওয়া হয়েছিল। আজ (সোমবার) সেখান থেকে আবার করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। তার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

এই বিএনপি নেতা গত ৫ ডিসেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) জানিয়েছেন, মঙ্গলবার ভারতের দিল্লির ফোর্টিস হাসপাতালে তার অপারেশন সম্পন্নের কথা রয়েছে।