ম্যানইউয়ের নাটকীয় জয়

ম্যানইউয়ের নাটকীয় জয়

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে আগের সাত ম্যাচে চার হার ম্যানচেস্টার ইউনাইটেডের। শনিবার রাতে সে সংখ্যাটা পাঁচ হওয়াটা তখন সময়ের ব্যাপার মাত্র। কেননা ইনজুরি সময়ের খেলায়া ব্রেন্টফোর্ডের বিপক্ষে এক গোলে পিছিয়ে ম্যানইউ। তখনই চমক দেখালেন সুপার সাব স্কট ম্যাকটমিনে। ৯২ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ম্যাচে জোড়া গোল করে দলকে মূল্যবান জয় এনে দেন এই ইংলিশ। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।

ম্যাচ হারা ম্যানচেস্টার ইউনাইটেডের এখন অনেকটা অভ্যাসে পরিণত হয়েছে। তা সত্ত্বেও সমর্থকরা আরো একটা হারের সাক্ষী হতে চায়নি। তাই তো ম্যাচের শেষ বাঁশি বাজার বেশ আগে থেকেই গ্যালারি ফাঁকা হতে থাকে। অন্যদিকে ব্রেন্টফোর্ড তখন পয়েন্ট টেবিলে ম্যানইউকে টপকে যাওয়ার স্বপ্নে বিভোর। যদিও তাদের ভান্ডারে একটা মাত্র জয়, তবে এ জয় তাদেরকে ম্যানইউয়ের ওপরে নিয়ে যেত।

এ ম্যাচের আগে ব্রেন্টফোর্ডের পয়েন্ট ছিল ৭, আর ম্যানইউয়ের ৯। ব্রেন্টফোর্ড জয় পেলে ১০ পয়েন্ট নিয়ে ম্যানইউকে টপকে যেত। কিন্তু ৮৭ মিনিটে মাঠে আসা ম্যাকটমিনে সব উলোট পালোট করে দিলেন। ৯৩ মিনিটে প্রথম গোল করেন তিনি। এ গোলের উৎসব শেষ হতে না হতেই ৯৭ মিনিটে আবার লক্ষ্যভেদ করেন ম্যাকটমিনে। ওল্ড ট্রাফোর্ডে তখন গগন বিদারী চিৎকার।

ম্যাকটমিনে মাঠে নামার আগেও চিৎকার চেঁচামেচি করেছে সর্থকরা। তবে সেখানে ছিল বিদ্রুপ। আর এবার উচ্ছ্বাসের। চিৎকারের কারণে মাঠের নামার সময় কোচের কথাগুলোও ঠিকমতো শুনতে পারেননি ম্যাকটমিনে। ম্যাচ শেষে ম্যাকটমিনে বলেন, আমি মাঠে নামার আগে সমর্থকরা প্রচন্ড শব্দ করছিল। আমি কোচের কথা কিছুই শুনতে পাইনি। তবে বুঝতে পারছিলাম কোচ আমার কাছে গোল প্রত্যাশা করছেন। আমি সেটাই করেছি।'