'মানবিক করিডোর' নিয়ে জাতিসংঘ কোনও সিদ্ধান্ত নেবে না
গোয়েন লুইস

প্রথম নিউজ, অনলাইন: মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ কোনও সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। তিনি বলেছেন, রাখাইনে মানবিক করিডোর হবে কি না সেটা নির্ভর করবে বাংলাদেশ ও মিয়ামারের সরকারের ওপর। বাংলাদেশ-মিয়ানমার সরকার সম্মত হলেই এটা বাস্তবায়ন সম্ভব। আজ বুধবার (৪ জুন) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টকয়ে’ অংশ নেন।
গোয়েন লুইস বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে বলেন, আগামী জাতীয় নির্বাচনে জাতিসংঘ টেকনিক্যাল সাপোর্ট দিতে আগ্রহী। তবে নির্বাচন কখন হবে, সেটা বাংলাদেশ সরকার ও জনগণ ঠিক করবে। তিনি আরও বলেন, জাতিসংঘ বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। এর অর্থ রাজনৈতিক দলের অন্তভুর্ক্তি? এ বিষয়ে জানতে চাইলে গোয়েন লুইস বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে, রাজনৈতিক দলের অন্তভুর্ক্তি নয়। সব জনগণের অন্তর্ভুক্তি।
রোহিঙ্গা সঙ্কট সমাধানের বিষয়ে তিনি বলেন, আমরা রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চাই। এই সঙ্কটের রাজনৈতিক সমাধান আশা করি। এটা এখন শুধু বাংলাদেশের ইস্যু নয়, এটা গ্লোবাল ইস্যু। তবে জাতিসংঘ রোহিঙ্গাদের জীবনরক্ষায় নানা ধরনের সহায়তা দিয়ে আসছে।
রাজনৈতিক দল আওয়ামীলীগ নিষিদ্ধ নিয়ে আপনার মন্তব্য কী? এমন প্রশ্নের উত্তরে গোয়েন লুইস বলেন, এই প্রশ্ন আমার জন্য নয়, এটা সরকারের বিষয়। পারিপার্শ্বিক অবস্থা দেখে সরকারকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এটা রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিকাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।