Ad0111

মধুর সাউন্ড, Oppo Enco Air 2 ইয়ারফোন দীর্ঘ ব্যাটারি লাইফের সাথে লঞ্চ হল

আজ চীনে লঞ্চ হল Oppo Enco Air 2 ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাড।

মধুর সাউন্ড, Oppo Enco Air 2 ইয়ারফোন দীর্ঘ ব্যাটারি লাইফের সাথে লঞ্চ হল
মধুর সাউন্ড, Oppo Enco Air 2 ইয়ারফোন দীর্ঘ ব্যাটারি লাইফের সাথে লঞ্চ হল

প্রথম নিউজ, ডেস্ক : আজ চীনে লঞ্চ হল Oppo Enco Air 2 ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাড। একে Oppo Enco Air ইয়ারফোনের উত্তরসূরী হিসেবে আনা হয়েছে এবং এটি পার্সোনালাইজড সাউন্ড এফেক্ট দিতে এনকো লাইভ টিউনিং ফিচারের সাথে এসেছে। এখানে জানিয়ে রাখি, একটি স্বচ্ছ জেলির মতো দেখতে কেসে থাকবে ইয়ারফোনটি। সংস্থার দাবি, Oppo Enco Air 2 ২৪ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম। এতে রয়েছে ১৩.৪ এমএম ড্রাইভার এবং গেম খেলার জন্য এতে ব্লুটুথ ভি৫.২ লো ল্যাটেন্সি ট্রানস্মিশন ফিচার উপলব্ধ। আসুন Oppo Enco Air 2 ইয়ারফোনের দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Oppo Enco Air 2 ইয়ারফোনের দাম ও লভ্যতা

চীনে ওপ্পো এনকো এয়ার ২ ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনের দাম রাখা হয়েছে ১৯৯ ইউয়ান (প্রায় ২,৩০০ টাকা)। তবে এখন এটি পাওয়া যাচ্ছে ১৭৯ ইউয়ানে (প্রায় ২,১০০টাকা)। ব্ল্যাক, ব্লু ,গ্রীন এবং হোয়াইট এই চারটি কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন ইয়ারফোনটি।

Oppo Enco Air 2 ইয়ারফোনের স্পেসিফিকেশন, ফিচার

ওপ্পো এনকো এয়ার ২ ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনটি ১৩.৪এমএম টাইটানিয়াম প্লেটেড ডায়াফ্রাম মুভিং কোয়েলের সাথে এসেছে। সংস্থার দাবি, এর ফলে এটি পূর্বসূরী ওপ্পো এনকো ইয়ার এর তুলনায় দ্বিগুণ সাউন্ড উৎপন্ন করতে সক্ষম। নয়া হেডফোনটিতে থাকবে একটি অভিনব বেস ডাক্ট, যার মাধ্যমে ইয়ারফোনটি থেকে আরও মনোরম সাউন্ড পাওয়া যাবে। পার্সোনালাইজ সাউন্ড এফেক্ট হিসেবে এতে ওপ্পো ব্লু রে অ্যাকুইস্টিক টিউনিং প্রিসেট ছাড়াও, আরো দুটি নতুন টিউনিং প্রিসেট বর্তমান। সেগুলি হল ‘পিওর বেস’ এবং ‘মেলোডিয়াস ভয়েস’। নয়া ইয়ারফোনটি ২০ থেকে ২০হাজার হার্টজ ফ্রিকুয়েন্সি রেসপন্স রেঞ্জ বিশিষ্ট এবং এটি এএসি (AAC) ও এসবিসি (SBC) উভয় ব্লুটুথ কোডেক সাপোর্ট করবে।

অন্যদিকে এই ইয়ারবাডে একটি টাচ প্যানেল রয়েছে, যার মাধ্যমে গান প্লে ও পজের পাশাপাশি কল রিসিভ এবং রিজেক্ট করা যাবে। কানেক্টিভিটির জন্য নয়া ইয়ারফোনে ব্লুটুথ ভি৫.২ উপলব্ধ। এটি ৯৪ এমএস লো ল্যাটেন্সি প্রদান করে, ফলে ব্যবহারকারী নির্বিঘ্নে গেম খেলার আনন্দ উপভোগ করতে পারবেন। এছাড়া, একে অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিংবা অ্যাপেল আইফোনের যেকোনো মডেলের সাথেই যুক্ত করা সম্ভব।

সংস্থার দাবি, একবার চার্জে Oppo Enco Air 2 ২৪ ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। এর প্রত্যেকটি ইয়ারবাডে রয়েছে ২৭ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ৪-ঘন্টা প্লেব্যাক টাইম অফার করবে। তবে এর কেসে রয়েছে ৪৪০ এমএএইচ ব্যাটারি। কেস সমেত ইয়ারফোনটি কুড়ি ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে ইয়ারফোনটিকে পুরোপুরি চার্জ দিতে সময় লাগবে দু’ঘন্টা। পরিশেষে বলি, জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য এটি আইপিএক্স৪ রেটিংপ্রাপ্ত এবং চার্জিং কেস সমেত এর ওজন ৩৯.৯ গ্রাম।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

This site uses cookies. By continuing to browse the site you are agreeing to our use of cookies & privacy Policy from www.prothom.news