মদনে পূর্ববিরোধের জেরে হামলায় যুবক নিহত

আজ মঙ্গলবার সকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত অভিযোগে আব্দুল মজিদ (৬২) নামে একজনকে আটক করেছে পুলিশ।

মদনে পূর্ববিরোধের জেরে হামলায় যুবক নিহত

প্রথম নিউজ, নেত্রকোনা: নেত্রকোনার মদন উপজেলায় পূর্ববিরোধের জেরে হামলায় সাজাত মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত অভিযোগে আব্দুল মজিদ (৬২) নামে একজনকে আটক করেছে পুলিশ। নিহত সাজাত মিয়া মাখনা গ্রামের মানিক মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

এ ঘটনায় আরও চারজন আহত রয়েছেন। আহত মানিক মিয়ার (৬০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহত রহমত আলী ও সুজাতকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আটক আহত মজিদ মিয়াকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাখনা গ্রামের নিহত সাজাত মিয়া প্রতিপক্ষ কবির হোসেনের চাচাতো বোন জামাই। কিছুদিন আগে সাজাত মিয়ার পালিত হাঁস ধরে নিয়ে যান শ্যালক কবির হোসেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে মামলা হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করে দেয়।

মঙ্গলবার সকালে সাজাত মিয়া বাড়ির সামনের হাওরে তার পালিত হাঁস ছেড়ে রাস্তার পাশে দোকানে বসে ছিলেন। এসময় শ্যালক কবির হোসেন ও শহীদ মিয়ার সঙ্গে সাজাদ মিয়ার তর্কবিতর্ক হয়। একপর্যায়ে কবির হোসেনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সাজাদ মিয়ার ওপর হামলা করেন। এসময় আরও চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাজাতকে মৃত ঘোষণা করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মজিদ মিয়া নামে এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom