মুখে গামছা বেঁধে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার
গ্রেফতার সাকিব ঝালকাঠি জেলার রাজাপুর থানার ৬নং ওয়ার্ড বদনকাঠি গ্ৰামের মৃত নুরুর ছেলে।
প্রথম নিউজ, বরিশাল ব্যুরো: ঝালকাঠি জেলার রাজাপুরে ১২ বছর বয়সি কিশোরীকে মুখে গামছা বেঁধে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. সাকিবকে (২২) গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার সাকিব ঝালকাঠি জেলার রাজাপুর থানার ৬নং ওয়ার্ড বদনকাঠি গ্ৰামের মৃত নুরুর ছেলে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর রূপাতলী র্যাব ৮ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান র্যাব ৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান। তিনি জানান, গত ৫ মে সন্ধ্যা সোয়া ৭টায় কিশোরী তার খালার বাসা থেকে বাড়ি ফিরছিল। পথে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বাইপাস মোড় রাস্তায় পৌঁছালে সাকিব কিশোরীর মুখে গামছা বেঁধে তুলে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী সাবু হাওলাদারের বাগানের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে কিশোরীকে ফেলে রেখে পালিয়ে যায় সাকিব।
পরে ভিকটিম অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরলে তার বাবা মেয়ের কাছ থেকে বিষয়টি জানতে পেরে পর দিন সাকিবকে প্রধান আসামি করে ঝালকাঠি জেলার রাজাপুর থানায় একটি মামলা করেন। এরই ধারাবাহিকতায় র্যাব-৮ বিষয়টি আমলে নিয়ে আসামির অবস্থান শনাক্ত করে। পরে গত মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় সাকিবকে ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করে।