ভোলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত
ভোলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জলদস্যু নিহত হয়েছেন
প্রথম নউজ, ভোলা: ভোলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জলদস্যু নিহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। রোববার (৫ ডিসেম্বর) ভোরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
ভোলার দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরের দিকে দক্ষিণ আইচা থানার চর কুকরি মুকরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জালিয়া খালের পাশে অভিযান চালায় র্যাব। এ সময় লদস্যুরা র্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে দুই জলদস্যু নিহত হন। তবে তারা কোন পক্ষের গুলিতে নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
নিহতদের মরদেহ দক্ষিণ আইচা থানায় আনা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: