ভোলার মেঘনা নদীতে ড্রেজারডুবি, দুই শ্রমিকের মরদেহ উদ্ধার
প্রথম নিউজ, ভোলা : ভোলার মেঘনা নদীতে বালি কাটার ড্রেজারডুবির ঘটনার তিনদিন পর দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- মো. নুরে আলম ও সিয়াম। তারা ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাসিন্দা।
মঙ্গলবার (৯ জুলাই) সকালে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের চরগাজী এলাকার মেঘনা নদীতে ডুবন্ত ড্রেজারের ভেতর থেকে বিআইডব্লিউটিএর ডুবুরিরা তাদের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় এখনো ৩ শ্রমিক নিখোঁজ রয়েছেন।
ইলিশা নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ কুমার বড়ুয়া জানান, শনিবার রাতে মেঘনার ৩ নম্বর বালু মহাল এলাকায় ৫ শ্রমিকসহ একটি ড্রেজার ডুবে যায়। সোমবার সকাল থেকে নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও স্থানীয় ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করেন। উদ্ধার হওয়া দুজনের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।