বরিশালে ‘সেরনিয়াবাত ভবন’ ভস্মীভূত, আমুর বাড়িতে ভাঙচুর

বরিশালে ‘সেরনিয়াবাত ভবন’ ভস্মীভূত, আমুর বাড়িতে ভাঙচুর

প্রথম নিউজ, বরিশাল: অগ্নিসংযোগ ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে বরিশালের কালীবাড়ি রোডস্থ ‘সেরনিয়াবাত ভবন’। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় ব্যাপক ভাঙচুরের পর গুঁড়িয়ে দেয়া হয়। এ বাড়িতে আওয়ামী লীগ নেতা আবুল হাসানাতের ছেলে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ থাকতেন। আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিয়েও ছাত্র-জনতাকে রুখতে পারেনি। এরপর ছাত্র-জনতা হামলা চালায় বগুড়া রোডস্থ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বাড়িতে। তবে বাড়ির তেমন কোনো ক্ষতি না হলেও বৈঠকখানা সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়া হয়েছে। হামলার চিহ্ন রয়েছে ভবনের জানালা ও দরজায়।

বুধবার রাতে প্রথমে ফেসবুকে ঘোষণা দেয়া হয় সেরনিয়াবাত ভবনে হামলা করার বিষয়ে। রাত সাড়ে ১২টার দিকে ছাত্র-জনতা সেরনিয়াবাত ভবন নামের ওই বাড়িতে হামলা চালায় এবং ভাঙচুরের পাশাপাশি বাড়ির ভেতরে আগুন ধরিয়ে দেয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। উত্তেজিত ছাত্র-জনতা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ‘ছাত্রলীগের দালাল’ আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। স্থানীয়দের ভাষ্যমতে, সাদিক আবদুল্লাহ এই ভবনকে ‘টর্চার সেল’ হিসেবে ব্যবহার করতেন। আওয়ামী লীগ বিরোধী অনেককে এখানে আটকে রেখে নির্যাতন করা হতো বলে অভিযোগ রয়েছে।

এর আগেও এই ভবনে হামলা হয়েছে। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তেজিত জনতা এই ভবনে আগুন ধরিয়ে দেয়। তখন ভবনের ভেতরে আটকা পড়ে বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়রসহ তিনজন নিহত হন। এরপর উত্তেজিত জনতা হামলা চালায় এক কিলোমিটার দূরে আমুর বাড়িতে। সেখানে গেট ভেঙে কাঠের তৈরি একতলা উঠান ঘরে আগুন দেয়া দেয়া হয়। চারতলা ভবনের কয়েকটি দরজা জানালা ভাঙচুর করা হয়।