কুমিল্লায় সাবেক সংসদ সদস্য বাহারের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

কুমিল্লায় সাবেক সংসদ সদস্য বাহারের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

প্রথম নিউজ, কুমিল্লা: কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য হাজী আ ক এম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এর আগে কান্দিরপাড়ের রামঘাটলা এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করতে ভিড় করেন ছাত্র-জনতা। পরে এই আওয়ামী লীগ নেতার বাসভবনে হামলা চালায় তারা।

কোতোয়ালী থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দল পাঠানো হয়। বিক্ষুব্ধ ছাত্র-জনতা সেখানে বিক্ষোভ করছিলেন।’ গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বাহার ও তার মেয়ে তাহসিন বাহার সূচনাসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন।